How can you share your file without cost

Contact Posted at : December 09, 2022


How can you share your file without cost

আপনি চাইলে আপনার ফাইল ফ্রিতে শেয়ার করতে পারবেন, এর জন্য আপনাকে কোনো খরচ বহন করতে হবে না।

 

সুবিধা সমূহ :

  • আপনি আপনার ফাইল শেয়ার করার সময় প্রতিটি ফাইলের সাথে ঐ ফাইলের মূল ওয়েব পেইজ এর লিংক দিতে পারবেন, যা ব্যাক লিংক হিসেবে কাজ করবে। নিজস্ব ওয়েব সাইট না থাকলে Facebook Profile link or any other social media link দিতে পারবেন।
  • যারা Google Drive এর মাধ্যমে ফাইল শেয়ার করেন, তাদের বলছি, Google ড্রাইবের কিছু সমস্যা আছে, যেমন Download লিমিট (নির্দিষ্ট পরিমাণ ডাউনলোডের পর Access পারমিশন দিতে হয়)। গুগোল ড্রাইভের ফাইল শেয়ার না করে Download Site এর মাধ্যমে শেয়ার করা ভালো।
  • এখানে আছে আনলিমিটেড ফাইল শেয়ারের সুবিধা।
  • অতীতে Upload করা ফাইলের Download Link পরিবর্তন না করে, যে কোনো সময় ফাইল পরিবর্তন করা যাবে।
  • আপনাকে কোনো কাজ করতে হবে না, সম্পূর্ণ কাজ এডমিন নিজেই করে দিবে।
  • যারা YouTube-এ টিউটোরিয়াল কন্টেন্ট শেয়ার করেন, তাদের টিউটোরিয়ালের প্রয়োজনে শিক্ষার্থীদের কিছু ফাইল শেয়ার করার প্রয়োজন হতে পারে, তারা তাদের ফাইল এই সাইটের মাধ্যমে শেয়ার করতে পারবেন এবং Source Link হিসেবে চ্যানেলের লিংক দিতে পারবেন।

 

শর্ত :

  • শুধুমাত্র PDF, Word File, Excel File, PowerPoint, MS Access, Image, TXT, MP3, APK File Share করা যাবে।
  • প্রতি ফাইল সর্বোচ্চ 4MB হতে হবে। 4MB-এর উপরের ফাইলের জন্য অনুমতি নিতে হবে।
  • প্রতি মাসে সর্বোচ্চ 30 টা ফাইল শেয়ার করা যাবে।
  • Adult file বা Google দ্বারা নিষিদ্ধ File শেয়ার করা যাবে না।
  • তিন মাসের মধ্যে কোনো ফাইল যদি আলাদা-আলাদা IP থেকে মিনিমাম ১০ বার ডাউনলোড না হয়, তবে তা রিমুভ করা হবে।
  • আপনাকে কোনো Admin Panel দেওয়া হবে না, আপনার সম্পূর্ণ কাজ My All Garbage এর এডমিন নিজে করবেন।

 

যোগাযোগ :

My All Garbage

www.myallgarbage.com

contact@myallgarbage.com

WhatsApp : 01855859565