$x:y=7:5$, $y:z=5:7$ হলে $x:z=$ কত?
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
আরিফ ও আকিবের বয়সের অনুপাত $5:3$, আরিফের বয়স $20$ বছর হলে, কত বছর পরে তাদের বয়সের অনুপাত $7:5$ হবে?
$\frac{a}{x}=\frac{m^2+n^2}{2mn}$ হলে $\frac{\sqrt{a+x}}{\sqrt{a-x}}$ কত?
$1011$ টাকাকে $\frac{3}{4}:\frac{4}{5}:\frac{6}{7}$ অনুপাতে বিভক্ত কর।
একটি সমিতির নেতা নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দীর মধ্যে ডোনাল্ড সাহেব $4:3$ ভোটে জয়লাভ করলেন। যদি মোট সদস্য সংখ্যা $581$ হয় এবং $91$ জন সদস্য ভোট না দিয়ে থাকেন, তবে ডোনাল্ড সাহেবের প্রতিদ্বন্দী কত ভোটের ব্যবধানে পরিজিত হয়েছেন?
সঠিক বানান কোনটি : দূর্গা না দুর্গা?
একটি ত্রিভুজের পরিসীমা $36$ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত $3:4:5$ হলে, ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত সে.মি.? ও ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
$1$ ঘন সে.মি. কাঠের ওজন $7$ ডেসিগ্রাম। কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত ভাগ?
ক, খ, গ, ঘ এর মধ্যে $300$ টাকা এমনভাবে ভাগ করে দাও যেন, ক এর অংশ : খ এর অংশ = $2:3$, খ এর অংশ : গ এর অংশ = $1:2$ এবং গ এর অংশ : ঘ এর অংশ = $3:2$ হয়।